বিশ্বম্ভরপুরে আভ্যন্তরীণ আমন ধান-চাল সংগ্রহের অভিযান উদ্বোধন
সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলায় "গোদামে গুদামে কৃষকের ধান, বাচবে কৃষক বাঁচবে প্রাণ" ধানের দাম পাচ্ছে বেশি, কৃষক এখন বেশি খুশি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্তানীয় আভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহের অভিযান ২০২৫-২৬ এর শুভ উদ্বোধন করা হয়।
রোববার (২৩ নভেম্বর)উপজেলা প্রশাসন ও উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে সরকারি উপজেলা খাদ্য গুদামে ধান ও চাল সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার মেরিনা দেবনাথ।
বিশ্বম্ভরপুর উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রাণেশ লাল বিশ্বাসের পরিচালনায়, উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলার জলিল পুর গ্রামের কৃষক মোঃ অহিদ মিয়ার এক মেট্রিক টন ধান ক্রয় করে উদ্বোধন করা হয়।
জানা যায়, চলতি আমন মৌসুমে এই উপজেলায় কৃষকদের কাছ থেকে সরাসরি সরকারি গুদামে ৬৬ মেট্রিক টন ধান ও ৫৫৮ মেট্রিক টন চাল মিলের মালিকের মাধ্যমে সরকারি নির্ধারিত মূল্যে নীতিমালা মোতাবেক ক্রয় করা হবে।
এবার এ মৌসুমে প্রতি কেজি ধানের মূল্য ৩৪ টাকা এবং চাউলের মূল্য প্রতি কেজি ৪৯ টাকা নির্ধারণ করা হয়েছে।
ধান চাল সংগ্রহ অভিযান উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মেরিনা দেবনাথ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আসাদুজ্জামান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ আব্দুর রব, উপজেলা বিএনপির প্রথম যুগ্ন আহবায়ক আশিকুর রহমান আশিক, গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রাণেশ লাল বিশ্বাস, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন সহ স্থানীয় কৃষক প্রমুখ।




Comments