Image description

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ছলিমাবাদ ইউনিয়নের সাবেক মেম্বার ও ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ মুছা মিয়াকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার সন্ধায় ছলিমাবাদ ইউনিয়নের হোসেনপুর পাঠামারা জোয়ারার বিলে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কে বা কারা কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।

নিহত মুছা মেম্বারের ছেলে মোহাম্মদ উজ্জল মিয়া জানান, ড্রেজার ব্যবসায়ী মোস্তফা মিয়া ফোন দিয়ে তাকে জানায় যে তার বাবাকে কেউ গলা কেটে হত্যা করেছে। তিনি ঘটনাস্থলে গিয়ে বাবার মরদেহ দেখতে পান এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে হত্যাকারীদের বিচার দাবি করেন।

এ বিষয়ে বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জামিল খান বলেন, “আজ সন্ধ্যায় আমরা খবর পাই হোসেনপুর গ্রামে অজ্ঞাত একজনের লাশ পড়ে আছে। বিষয়টি শুনে দ্রুত ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে দেখি আবু মুসা নামে সাবেক ইউপি সদস্যের গলাকাটা রক্তাক্ত লাশ পড়ে আছে।”

তিনি আরও বলেন, “প্রাথমিক তদন্ত চলছে। তদন্তের পর ঘটনার প্রকৃত কারণ জানা যাবে। কারা এ ঘটনাটি ঘটিয়েছে। এ বিষয়ে কোনো প্রত্যক্ষদর্শী সাক্ষী পাইনি। লাশের সুরতহাল শেষে পোস্টমর্টেমের ব্যবস্থা করা হয়েছে। অভিযোগ সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এখনো নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।”