Image description

কিশোরগঞ্জে শিয়ালের কামড়ে হুমাইরা আক্তার (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার বৌলাই ইউনিয়নের পুঁথিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

হুমাইরা আক্তার ওই এলাকার অটোরিকশাচালক হুমায়ুন কবিরের মেয়ে। 

হুমায়ুন জানান, সন্ধ্যায় হুমাইরা তার চাচা গোলাম মোস্তফার ঘর থেকে খেলাধুলা করে ফিরছিল। এ সময় পরিবারের কেউ বুঝে ওঠার আগেই বাড়ির উঠান থেকে শিশুটিকে টেনে নিয়ে যায় শিয়াল। পরে খোঁজাখুঁজির মধ্যে শিশুটির মরদেহ পাওয়া যায়। তিন ছেলে ও এক মেয়ের মধ্যে সবার ছোট হুমাইরাকে সবচেয়ে বেশি আদর করতেন বলে জানান তিনি।

শিশুটির ভাবি মর্তুজা বেগম বলেন, সন্ধ্যার নামাজের পর ঘরের সামনে দিয়ে দুটি শিয়াল যেতে দেখেছিলেন। পরে হুমাইরার মৃত্যুর খবর পেয়ে তিনি ধারণা করেন ওই শিয়াল দুটিই শিশুটিকে টেনে নিয়ে গেছে।

শিশুটির খালা নাসিমা আক্তার বলেন, হুমাইরার পুরো শরীরেই শিয়ালের কামড় ছিল। শিশুটির শরীরের অনেকটা খেয়ে ফেলছে বলেও জানান তিনি।

স্থানীয় বাসিন্দা মোহাম্মদ রাসেল জানান, প্রায় এক বছর আগেও একই এলাকায় শিয়ালের আক্রমণে আরও একটি শিশুর মৃত্যু হয়।

আরেক স্থানীয় বাসিন্দা মাহমুদ হাসান বলেন, আগে এলাকায় বনজঙ্গল ও আঁখক্ষেত বেশি থাকায় শিয়ালের খাদ্যের অভাব ছিল না। এখন জঙ্গল কমে যাওয়ায় লোকালয়ে শিয়ালের উপদ্রব বেড়ে গেছে। এমন মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক বলেও মন্তব্য করেন তিনি।

এরআগে চলতি বছরের ১৯ মার্চ পাশ্ববর্তী তেরহাসিয়া গ্রামের মো. লিংকনের ২ বছর বয়সী ছেলে মো. আরাফ নামে আরেকটি শিশুকে বাড়ির উঠান থেকে টেনে নিয়ে যায় শিয়াল।

ঘটনাটি এলাকায় চরম আতঙ্ক সৃষ্টি করেছে। স্থানীয়রা দ্রুত শিয়ালের উপদ্রব রোধে প্রশাসনের কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন।