Image description

মুন্সিগঞ্জ শহরের গণকপাড়া এলাকায় পবিত্র কোরআন শরিফ পোড়ানোর অভিযোগে বাবা ও ছেলেকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৬ ডিসেম্বর) দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। 

এর আগে এই ঘটনায় স্থানীয় বিক্ষুব্ধ জনতা অভিযুক্তদের বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম মিডিয়াকে এসব তথ্য জানিয়েছেন। 
 
তিনি জানান, গত মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকালে হাসিব তার বাড়ির পাশে একটি কোরআন শরীফে আগুন দেন। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে শুক্রবার রাত ১১টার দিকে উত্তেজনা বাড়তে থাকে। এ সময় ক্ষুব্ধ জনতা হাসিবের বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে রাত দেড়টার দিকে তারা স্থানীয়দের শান্ত করে তাদের দুজনকে আটক করে মুন্সিগঞ্জ সদর থানায় নিয়ে যায়।

তবে আটকের আগে বাবা-ছেলের পাওয়া যায়নি। 

ওসি আরও জানান, নিরাপত্তার স্বার্থে অতিরিক্ত পুলিশ ও সেনাসদস্য মোতায়েন রয়েছে। এ ঘটনায় শনিবার সদর থানায় একটি মামলা হয়েছে।