ত্রুটি কাটিয়ে ফের উৎপাদনে কেপিএম, নির্বাচনের কাগজ সরবরাহ স্বাভাবিক
কারিগরি ত্রুটির কারণে সাময়িকভাবে বন্ধ থাকার পর আবারও উৎপাদনে ফিরেছে দেশের ঐতিহ্যবাহী রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠান কর্ণফুলী পেপার মিলস (কেপিএম)। শনিবার (১৩ ডিসেম্বর) সকাল থেকে মিলটিতে পুনরায় কাগজ উৎপাদন শুরু হয়। এতে শ্রমিক-কর্মচারী ও স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
কেপিএম সূত্র জানায়, কাগজ উৎপাদনের জন্য প্রচুর পানির প্রয়োজন হয়, যা কর্ণফুলী নদী থেকে সংগ্রহ করা হয়। বর্তমানে শুষ্ক মৌসুম শুরু হওয়ায় ভাটার সময় নদীর পানির স্তর অনেক নিচে নেমে যাওয়ায় কারখানার ওয়াগ্গা পানি উত্তোলন পাম্প হাউজে পানি সংকট দেখা দেয়। ফলে কয়েকদিন ধরে কাগজ উৎপাদন বন্ধ রাখতে বাধ্য হয় কর্তৃপক্ষ।
পরবর্তীতে পানি সংকট নিরসনে পাম্প হাউজের পানি প্রবেশের পথ ম্যানুয়ালি খনন করা হয় এবং বালু উত্তোলনের পাইপলাইন ব্যবহার করে নদীর আরও গভীর থেকে পানি উত্তোলনের ব্যবস্থা করা হয়। কারিগরি এই সমস্যা সমাধানের পর শনিবার সকাল থেকে মিলটি পুরোদমে উৎপাদনে ফিরেছে।
এদিকে, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কেপিএমের ওপর ব্যালট পেপারসহ নির্বাচনি কাজে ব্যবহারের জন্য কাগজ সরবরাহের গুরুদায়িত্ব রয়েছে। নির্বাচন কমিশন (ইসি) কেপিএমকে মোট ৯১৫ মেট্রিক টন কাগজ সরবরাহের অর্ডার দিয়েছে।
কেপিএম কর্তৃপক্ষ জানায়, ইসির চাহিদার বিপরীতে এ পর্যন্ত ৫৩৭ মেট্রিক টন কাগজ সরবরাহ করা হয়েছে। অবশিষ্ট ৩৭৮ মেট্রিক টন কাগজ সরবরাহের কার্যক্রম চলমান রয়েছে। উৎপাদন প্রক্রিয়া স্বাভাবিক থাকলে নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচন কমিশনের চাহিদাকৃত বাকি কাগজ সরবরাহ করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেছে কর্তৃপক্ষ।




Comments