নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের খুলনা জেলা শাখার সাবেক সহ-সভাপতি তসলিম হুসাইন তাজকে গ্রেপ্তার করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) মহানগর গোয়েন্দা শাখা (ডিবি)। বুধবার (১৭ ডিসেম্বর) দিবাগত রাত সোয়া ১২টার দিকে মহানগরীর ফরাজিপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত তসলিম হুসাইন তাজ খুলনা-৬ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবুর ব্যক্তিগত সহকারী (পিএস) হিসেবে দায়িত্ব পালন করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, তাজ দীর্ঘদিন ধরে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি, নাশকতার পরিকল্পনা এবং বর্তমান সরকারবিরোধী কর্মকাণ্ডে জড়িত রয়েছেন বলে অভিযোগ রয়েছে। নাশকতামূলক কর্মকাণ্ডে তার সংশ্লিষ্টতার বিষয়ে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়।
খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈমুর ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, "তসলিম হুসাইন তাজ বর্তমান সরকারবিরোধী কর্মকাণ্ডে জড়িত এবং নির্বাচন বানচালের ষড়যন্ত্রে খুলনায় অবস্থান করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি চৌকস দল অভিযান চালিয়ে তাকে আটক করে।"
তিনি আরও জানান, গ্রেপ্তারের পর তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান। অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য তাকে আদালতে সোপর্দ করে রিমান্ড আবেদন করা হতে পারে বলেও জানান তিনি।




Comments