মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের চোখ ফাঁকি দিতে বোরকা পরে ছদ্মবেশে পালানোর সময় ১২ বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৭ ডিসেম্বর) রাতে উপজেলার সাব-রেজিস্ট্রার অফিসের পাশ থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত আসামির নাম মো. আল-আমিন (৪০)। তিনি শ্রীনগর উপজেলার সাতগাঁও গ্রামের মৃত খবির উদ্দিন মোল্লার ছেলে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেলে তাকে মুন্সীগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, আল-আমিন এলাকার একজন চিহ্নিত মাদক কারবারি। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় আদালত তাকে ১২ বছরের সশ্রম কারাদণ্ড এবং অন্য একটি মামলায় এক বছরের কারাদণ্ড প্রদান করেন। এ ছাড়াও তার বিরুদ্ধে আরও ৮টি মামলার গ্রেপ্তারি পরোয়ানা (ওয়ারেন্ট) রয়েছে। দীর্ঘ দিন ধরে তিনি ঢাকা ও দেশের বিভিন্ন স্থানে ছদ্মবেশ ধারণ করে আত্মগোপনে ছিলেন।
শ্রীনগর থানার পরিদর্শক (তদন্ত) মো. কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদ ছিল যে সাজাপ্রাপ্ত আসামি আল-আমিন বোরকা পরে নারী সেজে এলাকা দিয়ে হেঁটে যাচ্ছেন। এমন তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
তিনি আরও জানান, আসামি নিজেকে আড়াল করতে এবং মামলা থেকে বাঁচতে দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন প্রান্তে ছদ্মবেশে পালিয়ে বেড়াচ্ছিলেন। সর্বশেষ বোরকা পরে নারী সেজে পালানোর চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি। আজ তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।




Comments