নাটোরের বড়াইগ্রামে নিজের শখের বিড়াল ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুথি খাতুন (১২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (২৮ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার বনপাড়া বাইপাস মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত যুথি ওই এলাকার জহুরুল ইসলামের মেয়ে। পারিবারিক কলহ ও বাবা-মায়ের বিচ্ছেদের কারণে শিশুটির পড়াশোনা বন্ধ ছিল বলে জানা গেছে।
স্থানীয় সাবেক ওয়ার্ড কাউন্সিলর ময়েজ উদ্দিন জানান, বিকেলে যুথি তার শখের বিড়ালটি নিয়ে খেলা করছিল। খেলার একপর্যায়ে বিড়ালটি দৌড়ে ছাদের সিঁড়ি ঘরের টিনের চালের ওপর উঠে যায়। প্রিয় বিড়ালটিকে নিচে নামাতে যুথিও টিনের চালের ওপর ওঠে। এসময় চালের পাশ দিয়ে যাওয়া বিদ্যুৎ সঞ্চালনের মেইন লাইনের তারের সঙ্গে জড়িয়ে সে বিদ্যুৎস্পৃষ্ট হয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিড়ালটিকে বাঁচাতে গিয়ে শিশুটি নিজেই মরণফাঁদে জড়িয়ে পড়ে। চোখের পলকে এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও প্রতিবেশীদের মাঝে শোকের মাতম চলছে।
বড়াইগ্রাম থানা পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় এবং পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।




Comments