Image description

ফরিদপুরের সালথায় পুলিশের বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’ ফেজ-২-এর আওতায় আওয়ামী লীগের দুই প্রভাবশালী নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। 

গ্রেপ্তারকৃতরা হলেন- বল্লভদি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. ইউনুছ মোল্যা (৬৫) এবং ভাওয়াল ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইউসুফ মাতুব্বর (৭০)।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে গ্রেপ্তারকৃতদের ফরিদপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। এর আগে বুধবার (৩১ ডিসেম্বর) রাতে উপজেলার ফুলবাড়িয়া এলাকা থেকে ইউনুছ মোল্যাকে এবং বৃহস্পতিবার সকালে সালথা বাজার এলাকা থেকে ইউসুফ মাতুব্বরকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, মো. ইউনুছ মোল্যা উপজেলার বল্লভদি ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামের মৃত পাচু মোল্যার ছেলে। আর ইউসুফ মাতুব্বর ভাওয়াল ইউনিয়নের শিহিপুর গ্রামের বাসিন্দা।

সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বাবলুর রহমান খান গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, “এলাকায় নাশকতা, বিশৃঙ্খলা সৃষ্টি ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগে পুলিশের বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’ ফেজ-২ পরিচালনা করা হচ্ছে। এই অভিযানের অংশ হিসেবেই আওয়ামী লীগের ওই দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে নির্দিষ্ট মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আজ দুপুরে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।”

এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের ধরতে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ওসি।

মানবকণ্ঠ/ডিআর