প্রতিপক্ষের জামানত বাজেয়াপ্ত করলে পুরষ্কার দেওয়ার ঘোষণা; বিএনপি নেতাকে নোটিশ
চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে প্রতিপক্ষের জামানত বাজেয়াপ্ত করার পর ভোটারদের ৫ লাখ টাকা পুরষ্কারের ঘোষণা দেওয়ার ঘটনায় বিএনপির এক নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
লোহাগাড়া উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থীর প্রধান সমন্বয়কারী আসহাব উদ্দিনকে এই কারণ দর্শানোর নোটিশ দিয়েছে উপজেলা নির্বাচন অফিস।
সম্প্রতি বেগম জিয়ার মাগফেরাত ও দোয়া অনুষ্ঠানে প্রতিপক্ষের জামানত বাজেয়াপ্ত করলে ভোটারদের পাঁচ লক্ষ টাকা ঘোষণা দেন প্রধান সমন্বয়কারী আসহাব উদ্দিন।
লোহাগাড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ সাইফুল ইসলাম সাক্ষরিত নোটিশ সূত্রে জানা যায়, জাতীয় সংসদ নির্বাচন (নির্বাচনী আচরণ) বিধিমালা, ২০২৬-এর বিধি ৪(১) অনুযায়ী অভিযোগের প্রেক্ষিতে এ নোটিশ জারি করা হয়।




Comments