ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের বড় গড়িয়ালা গ্রামে বাড়ি নির্মাণের জন্য মাটি খুঁড়তে গিয়ে দুটি অবিস্ফোরিত হ্যান্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে। রোববার (১১ জানুয়ারি) সকালে গ্রামের বাসিন্দা বাবু মিয়ার বাড়িতে কাজ করার সময় এই গ্রেনেড দুটির সন্ধান মেলে।
বাড়ির মালিক বাবু মিয়া জানান, সকালে তার নতুন বাড়ি নির্মাণের জন্য শ্রমিকরা মাটি খোঁড়ার কাজ শুরু করেন। মাটি খুঁড়তে গিয়ে এক পর্যায়ে মাটির নিচে দুটি গোলাকার ধাতব বস্তু দেখতে পান শ্রমিকরা। বস্তু দুটি দেখে সবার সন্দেহ হলে দ্রুত স্থানীয় নলডাঙ্গা পুলিশ ক্যাম্পে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি ঘিরে ফেলে এবং বস্তু দুটিকে হ্যান্ড গ্রেনেড হিসেবে শনাক্ত করে।
পরবর্তীতে যৌথ বাহিনীর একটি বিশেষ দল ঘটনাস্থলে পৌঁছে অবিস্ফোরিত গ্রেনেড দুটি উদ্ধার করে নিরাপদ হেফাজতে ঝিনাইদহ সদর থানায় নিয়ে যায়।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামসুল আরেফিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উদ্ধারকৃত গ্রেনেড দুটি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ের। সম্ভবত যুদ্ধ চলাকালে এগুলো অবিস্ফোরিত অবস্থায় মাটির নিচে চাপা পড়ে ছিল।"
তিনি আরও জানান, গ্রেনেড দুটি বর্তমানে থানা হেফাজতে রাখা হয়েছে। সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিট বা বিশেষজ্ঞ দলের মাধ্যমে এগুলো দ্রুতই নিষ্ক্রিয় করার ব্যবস্থা গ্রহণ করা হবে।
মানবকণ্ঠ/ডিআর




Comments