Image description

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছিনতাই করার সময় একটি সিএনজিচালিত অটোরিকশায় আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। এই ঘটনায় জড়িত দুই ছিনতাইকারীকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মৃধাকান্দী বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দারা জানান, একদল ছিনতাইকারী একটি সিএনজিচালিত অটোরিকশা নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৃধাকান্দী এলাকায় পথচারীদের গতিরোধ করে ছিনতাই করছিল। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা লাঠিসোটা নিয়ে তাদের ধাওয়া দেন। এ সময় ছিনতাইকারীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে জনতা তাদের ব্যবহৃত অটোরিকশাটি জব্দ করে তাতে আগুন ধরিয়ে দেয়। পরে সোনারগাঁ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

খবর পেয়ে সোনারগাঁ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালিয়ে দুইজনকে আটক করে। আটককৃতরা হলেন- উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের দুর্গাপ্রসাদ গ্রামের জাকির হোসেনের ছেলে রবিন (২৫) এবং একই এলাকার ফারুক (২৭)।

এদিকে, একই রাতে আনুমানিক ১১টার দিকে উপজেলার পিরোজপুর ইউনিয়নের নয়াগাঁও এলাকায় ডাকাতির সন্দেহে ওমর ফারুক (২৭) নামে এক যুবককে স্থানীয়রা আটক করে। আটক ওমর ফারুক নিজেকে ডাকাত নয় বলে দাবি করলেও তিনি ইয়াবা পাচারকারী চক্রের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানা গেছে। তিনি উপজেলার চেঙ্গাকান্দী গ্রামের বাসিন্দা।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহিববুল্লাহ জানান, ছিনতাই ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে। বর্তমানে তারা থানা হেফাজতে রয়েছেন। আজ বৃহস্পতিবার আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে নারায়ণগঞ্জ জেলা আদালতে পাঠানো হবে। চক্রের অন্য সদস্যদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

মানবকণ্ঠ/ডিআর