Image description

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে র‍্যাবের অভিযানে সন্ত্রাসীদের গুলিতে এক র‍্যাব কর্মকর্তা নিহত হয়েছেন। সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার ১০নং সলিমপুর ইউনিয়নের দুর্গম জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত র‍্যাব কর্মকর্তার নাম মোতালেব। তিনি ডিএডি (DAD) পদমর্যাদায় র‍্যাবে কর্মরত ছিলেন। এ ঘটনায় আরও ৩ র‍্যাব সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সন্ধ্যায় জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় র‍্যাবের একটি দল অভিযানে গেলে সন্ত্রাসীরা তাদের ওপর অতর্কিত গুলিবর্ষণ করে। এতে ডিএডি মোতালেব ঘটনাস্থলেই প্রাণ হারান। ঘটনার একপর্যায়ে সন্ত্রাসীরা র‍্যাবের তিন সদস্যকে জিম্মি করে রাখে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য গিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল রানা ৩ র‍্যাব সদস্যকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) সিরাজুল ইসলাম র‍্যাব কর্মকর্তা নিহত হওয়ার খবরটি নিশ্চিত করেছেন।

দীর্ঘদিন ধরে সন্ত্রাসীদের অভয়ারণ্য হিসেবে পরিচিত জঙ্গল সলিমপুর। দেশের বিভিন্ন প্রান্তের দুর্ধর্ষ অপরাধীরা এখানে আশ্রয় নেয়। বিগত সময়ে সরকার এই এলাকাটি নিয়ন্ত্রণে নিয়ে কিছু অবকাঠামো উন্নয়ন করলেও, প্রশাসনিক পটপরিবর্তনের সুযোগে পুনরায় এলাকাটি অপরাধী চক্রের দখলে চলে যায়। বর্তমানে জঙ্গল সলিমপুর, ছিন্নমূল, আরেফিন নগর ও আলীনগর এলাকাগুলো ইয়াসিন গ্রুপসহ ৩-৪টি সশস্ত্র বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।

স্থানীয়রা জানান, এলাকাটিকে বর্তমানে একটি ‘নিষিদ্ধ নগরী’তে পরিণত করা হয়েছে। সেখানে বসবাসকারীদের জন্য সন্ত্রাসীরা নিজস্ব ‘পরিচয়পত্র’ ইস্যু করেছে। বহিরাগত তো দূরের কথা, পুলিশ বা জেলা প্রশাসনের কর্মকর্তাদের প্রবেশাধিকারও সেখানে নিয়ন্ত্রিত। সেখানে একচ্ছত্র আধিপত্য বিস্তার করে চাঁদাবাজি, অপহরণ ও মুক্তিপণ আদায়সহ নানা অপকর্ম চালিয়ে আসছে এই চক্রটি। সাধারণ মানুষ সেখানে কার্যত জিম্মি অবস্থায় দিন কাটাচ্ছে। ইতিপূর্বেও একাধিকবার অভিযান চালাতে গিয়ে সেখানে হামলার শিকার হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

মানবকণ্ঠ/ডিআর