ভোলার লালমোহনে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ভোলা-চরফ্যাশন সড়কের ডা. আজহার উদ্দিন ডিগ্রী কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- অলি (৫৫) ও তার শ্যালক আবু কালাম। নিহতরা গজারিয়া বাজারের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করেছেন লালমোহন থানার ওসি আলিউল ইসলাম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ৭টার দিকে চরফ্যাশন থেকে ছেড়ে আসা একটি বাস ভোলার দিকে যাচ্ছিল। পথে বাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ২ জন নিহত হন।




Comments