Image description

নিরাপত্তার কারণ দেখিয়ে তুলে নিয়ে যাওয়া বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কসহ ১২ শিক্ষার্থীকে প্রক্টরসহ ১১ জন শিক্ষকের জিম্মানামা নিয়ে শিক্ষকদের হাতে হস্তান্তর করেছে বরিশাল বন্দর থানা পুলিশ।

জানা যায়, বরিশাল বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পূর্বঘোষিত কর্মসূচি ‌‘ছাত্র শিক্ষক সংহতি সমাবেশ’ পালন করতে এলে বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কসহ ১২ শিক্ষার্থীকে নিরাপত্তার স্বার্থে তুলে নিয়ে যায় বন্দর থানা পুলিশ।

পরবর্তীতে আজ বিকালে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড.মো. আবদুল কাইউমসহ প্রায় ১১ জন শিক্ষকের জিম্মানামা নিয়ে শিক্ষার্থীদের ছেড়ে দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর থানার ভারপ্রাপ্ত ওসি আব্দুর রহমান মুকুল।

এর আগে পুলিশ হেফাজতে রাখার বিষয়টি নিশ্চিত করে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহমান মুকুল বলেন, আজ শিক্ষার্থীদের একটি কর্মসূচি ছিল। তাদের ওপর হামলা হতে পারে এমন তথ্যের ভিত্তিতে তাদের নিরাপত্তার স্বার্থেই সাময়িকভাবে বন্দর থানায় রাখা হয়েছে, তাদেরকে আটক করা হয়নি।