Image description

ফরিদপুরের সালথা উপজেলায় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৫ জন প্রভাবশালী নেতা পদত্যাগের ঘোষণা দিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছেন। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে উপজেলার যদুনন্দী ইউনিয়নের নবকাম পল্লী কলেজ মাঠে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এই ঘোষণা দেন। পরে স্থানীয় বিএনপি নেতাদের হাতে ফুলের তোড়া দিয়ে তারা দলে বরণ করে নেওয়া হয়।

বিএনপিতে যোগদানকারী নেতারা হলেন- সালথা উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আলিমুজ্জামান নয়ন, যদুনন্দী ইউনিয়ন কৃষক লীগের সভাপতি হান্নান মৃধা, যদুনন্দী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রত্তন মাতুব্বর, সাধারণ সম্পাদক টুকু শেখ এবং ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিবু মাতুব্বর।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন যদুনন্দী ইউনিয়ন বিএনপির প্রবীণ নেতা সৈয়দ মকবুল হোসেন, ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, বিএনপি নেতা আব্দুল কাইয়ুম মোল্যা, সাংগঠনিক সম্পাদক হিরু শেখসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

যোগদানকারী নেতাদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আলিমুজ্জামান নয়ন। তিনি বলেন, “আমরা কোনো প্রকার চাপ বা ভয়ভীতিতে নয়, বরং সম্পূর্ণ স্বপ্রণোদিত হয়ে আওয়ামী লীগের রাজনীতি থেকে পদত্যাগ করেছি। বিষয়টি ইতিমধ্যে সংগঠনের সংশ্লিষ্ট পর্যায়ে লিখিতভাবে জানানো হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নীতি ও আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং বিএনপির কেন্দ্রীয় নেতা শামা ওবায়েদ ইসলাম রিংকুর উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সুযোগ্য নেতৃত্বে সন্তুষ্ট হয়ে আমরা আজ বিএনপিতে যোগ দিয়েছি।”

সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা নবাগতদের স্বাগত জানিয়ে বলেন, দেশ ও জাতির ক্রান্তিলগ্নে জাতীয়তাবাদী আদর্শকে শক্তিশালী করতে এই যোগদান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাঁরা আশা প্রকাশ করেন যে, নবাগতরা যদুনন্দী ইউনিয়নে বিএনপির হাতকে আরও শক্তিশালী করবেন।

মানবকণ্ঠ/ডিআর