নেত্রকোনার খালিয়াজুরীতে ৪০ লিটার দেশীয় মদ ও একটি মোটরসাইকেলসহ মো. মামুন নামে এক ব্যাক্তিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাতে উপজেলার কৃষ্ণপুর কলেজ সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ৮টার দিকে সুনামগঞ্জের শাল্লা উপজেলার শ্যামারচর এলাকা থেকে মোটরসাইকেলে করে বিপুল পরিমাণ দেশীয় মদ নিয়ে সাতপাড়ার দিকে যাচ্ছিলেন মামুন ও তার সহযোগী আনোয়ার। কৃষ্ণপুর কলেজ সংলগ্ন এলাকায় তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে স্থানীয় জনতা ধাওয়া দেয়। এসময় মোটরসাইকেল রেখে আনোয়ার পালিয়ে গেলেও জনতা মামুনকে হাতেনাতে ধরে ফেলে।
খবর পেয়ে খালিয়াজুরী থানার এসআই তাইজুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে ৪০ লিটার দেশীয় মদ ও মাদক বহনে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করেন। আটক মামুন সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার শ্যামারচর (মাইজহাটি) গ্রামের মাওলানা আজিজুলের ছেলে।
এ বিষয়ে খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শুক্রবার আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এই জিরো টলারেন্স নীতি ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। পলাতক আসামি আনোয়ারকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments