বানারীপাড়ায় পাইপগান ও অস্ত্রসহ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
বরিশালের বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নে অভিযান চালিয়ে একটি পাইপগান ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ইউনিয়ন আওয়ামী লীগের এক শীর্ষ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৭ জানুয়ারি) দিবাগত রাতে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত তারিকুল ইসলাম তারেক (৪০) উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের আউয়ার গ্রামের ছাহেদ আলী হাওলাদারের ছেলে। তিনি ওই ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বরত আছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মজিবুর রহমানের নির্দেশনায় ও ওসি (তদন্ত) শতদল মজুমদারের নেতৃত্বে সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. আলী হাসান সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করেন। দীর্ঘদিনের গোয়েন্দা তথ্য ও সোর্সের সহায়তায় তারিকুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার হেফাজত থেকে একটি পাইপগান, ৮টি কার্তুজ, ২টি ছেনি ও ১টি রামদা উদ্ধার করা হয়।
অভিযান পরিচালনাকারী এএসআই মো. আলী হাসান বলেন, "অপরাধ দমনে আমরা দীর্ঘদিন ধরে এই নেতার গতিবিধি পর্যবেক্ষণ করছিলাম। সোর্সের দেওয়া তথ্যের ভিত্তিতে শতভাগ নিশ্চিত হয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহায়তায় এই সফল অভিযান পরিচালনা করা সম্ভব হয়েছে।"
স্থানীয়দের অভিযোগ, তারিকুল ইসলাম তারেক এলাকায় দীর্ঘ দিন ধরে অস্ত্রের মুখে সাধারণ মানুষকে জিম্মি করে রাখতেন। বিগত সরকারের আমলে এই অস্ত্রের দাপট দেখিয়ে তিনি এলাকায় বিভিন্ন অপকর্ম ও নৈরাজ্য সৃষ্টি করতেন বলে জানা যায়। তার গ্রেপ্তারের খবরে এলাকায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "তারিকুল ইসলামের বিরুদ্ধে অবৈধভাবে অস্ত্র বহন ও সংরক্ষণের দায়ে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে। আজ বৃহস্পতিবার তাকে বরিশাল আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। অপরাধীদের বিরুদ্ধে আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।"
মানবকণ্ঠ/ডিআর




Comments