Image description

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে র‌্যাগিংয়ের দায়ে বিশ শিক্ষার্থীকে বহিষ্কার ও অর্থদণ্ড  দেয়ার ঘটনায়  কেরামত আলী হলের প্রভোস্ট প্রফেসর ড. আবদুল্লাহ আল মামুনসহ কয়েকজন শিক্ষককে অবরুদ্ধ করে রাখেন বিক্ষোব্ধ শিক্ষার্থীরা। শুক্রবার (২৯ নভেম্বর) সন্ধ্যায়  এই ঘটনা ঘটে।

এর আগে গত ২৩ নভেম্বর দিবাগত রাতে  বিশ্ববিদ্যালয়ের এম কেরামত আলী হলে অবস্থানরত স্নাতক প্রথম বর্ষের   শিক্ষার্থীরা র‌্যাগিংয়ের শিকার হয়। এ ঘটনায়  ২৪ নভেম্বর বিকালে শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট প্রফেসর ড. আসাদুল হককে আহবায়ক এবং প্রক্টর প্রফেসর আবুল বাশার খানকে সদস্য সচিব করে ৫ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়।

কমিটির তদন্ত রিপোর্টের ভিত্তিতে ২৮ নভেম্বর ২০ ছাত্রকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার ও অর্থদণ্ড করে প্রশাসন। এর প্রতিবাদে ছাত্রবিষয়ক উপদেষ্টাসহ কয়েকজন শিক্ষককে এম কেরামত আলী হলে অবরুদ্ধ করে রাখেন শিক্ষার্থীরা।

মানবকণ্ঠ/এসআর