Image description

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন–২০২৫ এ ভাইস-প্রেসিডেন্ট (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মাদারীপুরের শিবচরের গর্বস শেখ নূর উদ্দীন আবীর। আসন্ন ২৫ সেপ্টেম্বরের এ নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। একইসঙ্গে আবীরের জন্মভূমি শিবচরেও বইছে আনন্দ-উচ্ছ্বাসের হাওয়া।

লোক প্রশাসন বিভাগ (সেশন ২০১৭–১৮) এর মেধাবী শিক্ষার্থী শেখ নূর উদ্দীন আবীর দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। বর্তমানে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি। এর আগে তিনি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য, শিবচর উপজেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় মাদারীপুর জেলা সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

শেখ নূর উদ্দীন আবীর শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়নের চরকাচিকাটা গ্রামের কৃতি সন্তান। তার প্রার্থিতা ও ব্যালট নাম্বার ঘোষণার পর স্থানীয় ও প্রবাসী শিবচরবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ–উদ্দীপনা দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও তার পক্ষে শুভকামনার বন্যা বইছে।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আবীর বলেন, সাধারণ শিক্ষার্থী ও নাগরিকদের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলনে আমি সবসময় সোচ্চার থেকেছি। ফ্যাসিবাদের সময় ছাত্রলীগের নির্যাতনের শিকার হলেও শিক্ষার্থীদের পাশ থেকে সরে দাঁড়াইনি। ৫ আগস্ট-পরবর্তী সময়ে কোনো নৈতিক অবক্ষয়ের কর্মকাণ্ডে জড়াইনি। ইনশাআল্লাহ, ভিপি নির্বাচিত হলে শিক্ষার্থীদের প্রতিটি যৌক্তিক দাবি ও অধিকার আদায়ে সর্বদা অগ্রগণ্য থাকবো। আমার ব্যালট নাম্বার ৫, সকল শিক্ষার্থীর কাছে আমার আবেদন, ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করুন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা মনে করছেন, আবীরের মতো একজন তরুণ প্রার্থীর অংশগ্রহণ শিক্ষার্থীদের কণ্ঠকে আরও শক্তিশালী করবে। অন্যদিকে শিবচরের মানুষ ইতোমধ্যেই তার পাশে দাঁড়ানোর অঙ্গীকার করেছেন।

আসন্ন ২৫ সেপ্টেম্বরের ভোটে রাকসুর ভিপি পদে শেখ নূর উদ্দীন আবীরের ভাগ্য নির্ধারণ করবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।