শ্রীমঙ্গলে দুর্গাপূজা উপলক্ষে চা শ্রমিকদের মাঝে শাড়ি বিতরণ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের মাইজদিহি চা বাগানে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিসমিল্লাহ এনএম জুলফিকার ফাউন্ডেশনের উদ্যোগে শতাধিক দরিদ্র চা শ্রমিকের মাঝে শাড়ি বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও শিক্ষানবিশ আইনজীবী নাদিরা আক্তার নীরা, ভাইস চেয়ারম্যান প্রকৌশলী মো. মোক্তার হোসেন, ট্যুরিস্ট পুলিশের অফিসার ইনচার্জ মো. কামরুল হাসান, সাংবাদিক আহাদ মিয়া, সালাহ উদ্দিন শুভসহ স্থানীয় পঞ্চায়েত সদস্য, চা বাগানের বাবু ও সাংবাদিকবৃন্দ।
নাদিরা আক্তার নীরা বলেন, “শ্রীমঙ্গলের মাইজদিহি চা বাগানে ঘুরতে এসে চা শ্রমিকদের সঙ্গে আলাপে তাদের দুর্গাপূজার জন্য সহযোগিতার আবদার জানতে পারি। তাদের আশ্বাস দিয়ে আজ শতাধিক শ্রমিকের জন্য শাড়ি নিয়ে এসেছি। সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠী সবসময় সুবিধাবঞ্চিত। তাই তাদের মুখে হাসি ফোটাতে এই ক্ষুদ্র প্রয়াস।”
চা শ্রমিকরা জানান, “পূজার আগে নতুন শাড়ি পেয়ে আমরা আনন্দিত। ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা ও আশীর্বাদ রইল।” নতুন পোশাক হাতে পেয়ে শ্রমিকরা আনন্দে ঘরে ফিরেছেন।
নাদিরা আরও বলেন, “আমরা সামর্থ্য অনুযায়ী এই উদ্যোগ নিয়েছি। আশা করি, অন্য সামাজিক সংগঠনও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াবে।”
Comments