Image description

পটুয়াখালীর দশমিনা উপজেলায় ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে দশমিনা থানা পুলিশ। বুধবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—বাশঁবাড়িয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মাহবুব প্যাদা (৫০) ও রনগোপালদী ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মো. হেলাল গাজী (৩৫)।

থানা সূত্রে জানা যায়, বিএনপির দলীয় কর্মসূচিতে হামলার মামলায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল। অভিযানের পর তাদের বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) আদালতে পাঠানো হয়েছে।

দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আলিম জানান, “অপারেশন ডেভিল হান্টের অধীনে অভিযান চালিয়ে মাহবুব প্যাদা ও হেলাল গাজীকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।”