Image description

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গ ও দায়িত্বে অবহেলার অভিযোগে শাখা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ মামুন উর রশিদ মামুনকে আজীবনের জন্য বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রদল। রবিবার (১২ অক্টোবর) রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও দায়িত্বে অবহেলার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে চবি ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ মামুন উর রশিদ মামুনকে সাংগঠনিক পদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হলো।

বহিষ্কারের সিদ্ধান্ত অনুমোদন করেছেন কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

বিজ্ঞপ্তিতে নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়, বহিষ্কৃত মামুনের সঙ্গে যেন কেউ কোনো সাংগঠনিক সম্পর্ক না রাখেন।

এদিকে চবি ছাত্রদলের একাধিক সূত্র জানিয়েছে, মামুন দীর্ঘদিন ধরেই ছিলেন নির্যাতিত ও দমন-পীড়নের শিকার একজন ত্যাগী নেতা। জুলাই অভ্যুত্থানের সময়ও তিনি চবি ছাত্রদলের হয়ে সম্মুখ সারিতে লড়েছেন। কিন্তু সাম্প্রতিক চাকসু নির্বাচনে ছাত্রদলের প্যানেল গঠনে ত্যাগী ও মাঠপর্যায়ের কর্মীদের উপেক্ষা করা হলে মামুন কিছু স্বতন্ত্র প্রার্থীকে সমর্থন দেন, যা শেষ পর্যন্ত তাঁর জন্য কাল হয়ে দাঁড়ায়।

২০২৩ সালের ১১ আগস্ট কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে চবি শাখা ছাত্রদলের পাঁচ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি হন মোহাম্মদ আলাউদ্দিন মহসিন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, সিনিয়র সহ-সভাপতি মামুন উর রশিদ মামুন, সিনিয়র যুগ্ম সম্পাদক মো. ইয়াসিন ও সাংগঠনিক সম্পাদক মো. সাজ্জাদ হোসেন হৃদয়।