Image description

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আল শাহারিয়ার মোহাম্মদ মুশতাকিম মজুমদারের ওপর রাতভর র‍্যাগিং ও নির্যাতনের ঘটনায় চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার (১ ডিসেম্বর) রেজিস্ট্রার কার্যালয় থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। কমিটিকে আগামী ৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

আদেশে বলা হয়, গত ২৬ নভেম্বর সংঘটিত ঘটনার সত্যতা যাচাই-বাছাই এবং দোষী শিক্ষার্থীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা সুপারিশের লক্ষ্যে এই কমিটি গঠন করা হয়েছে।

তদন্ত কমিটিতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রাহাত হোসাইন ফয়সালকে আহ্বায়ক এবং পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. লোকমান হোসেনকে সদস্য সচিব করা হয়েছে। কমিটির অন্য দুই সদস্য হলেন—লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মো. সিরাজিস সাদিক এবং সমাজকর্ম বিভাগের প্রভাষক মোস্তাকিম মিয়া।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. তৌফিক আলম বলেন, ‘আমরা অভিযোগটি পেয়েছি। র‍্যাগিংয়ের বিষয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের জিরো টলারেন্স নীতি রয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদনের পর দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

উল্লেখ্য, গত ৩০ নভেম্বর ভুক্তভোগী শিক্ষার্থী মুশতাকিম মজুমদার প্রক্টর বরাবর একটি লিখিত অভিযোগ জমা দেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, তার বিভাগের ‘ইমিডিয়েট’ সিনিয়ররা দীর্ঘদিন ধরে তার ওপর মানসিক, শারীরিক ও নৈতিক নির্যাতন চালিয়ে আসছেন। এরই প্রেক্ষিতে প্রশাসন এই পদক্ষেপ নিল।