জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) বি ইউনিট ভর্তি পরীক্ষা চলাকালে মোবাইল দিয়ে নকল করার সময় এক পরীক্ষার্থীকে হাতেনাতে আটক করেছে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক। সোমবার (২২ ডিসেম্বর) সকাল ১১টায় দ্বিতীয় সিফটের পরীক্ষা চলাকালে জবির জহির রায়হান অডিটোরিয়ামের দুই নাম্বার কক্ষ থেকে এ শিক্ষার্থীকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষ জানা যায় পরীক্ষার্থীর নাম সাদিয়া আমির মাহি। সে কক্সবাজার চকরিয়ার আমির হোসেন জুয়েলের মেয়ে। আটকের পর পরীক্ষার্থীকে প্রক্টর অফিসে নিয়ে যাওয়া এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়।
হলের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক জানান, প্রথমে ঐ শিক্ষার্থীকে আমাদের সন্দেহ হয় তাই তাকে পিছনের সিট থেকে সামনের সিটে নিয়ে যাই কিন্তু সামনের সিটে বসেও সে মোবাইলে চ্যাটজিপিটি দিয়ে পরীক্ষায় অসাদুপায় অবলম্বন করে। পরবর্তীতে তাকে হাতেনাতে ধরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সোপর্দ করি।
বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক রাশেদুল আলম জানান, আমরা সংশ্লিষ্ট অনুষদের ইউনিট প্রধানকে জানিয়েছি যেন এ পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করে এবং আর কখনো যেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা না দিতে পারে সে বিষয়ে ব্যবস্থা গ্রহণ করে।
উল্লেখ্য, রোববারও নকল করার অভিযোগে আরও এক পরীক্ষার্থীকে মোবাইলসহ হাতেনাতে আটক করা হয়।




Comments