Image description

ঢাকার এফডিসি মোড় এলাকায় একটি যাত্রীবাহী বাসে ‘অজ্ঞানপার্টি’ সন্দেহে পাঁচজনকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে একদল যাত্রী।

আর ‘অজ্ঞানপার্টির’ খপ্পরে পড়ে আব্দুল মান্নান (৪৫) নামে এক যাত্রী ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছেন হাতিরঝিল থানার এসআই রাজিব হোসেন।

তিনি বলেন, “বুধবার দুপুরের এই ঘটনায় একটি নিয়মিত মামলা হয়েছে। মামলায় গ্রেপ্তার পাঁচজনকে আদালতে পাঠানো হবে।”

গ্রেপ্তাররা হলেন- নুর আলম, ওসমান, রশিদ, কামাল ও বিল্লাল।

এসআই রাজীব বলেন, “গুলিস্তান থেকে গাজীপুরগামী একটি বাসে অজ্ঞানপার্টির খপ্পরে পড়েন মান্নান নামের ওই ব্যক্তি। মান্নান অচেতন হয়ে পড়লে অন্য যাত্রীরা বিষয়টি টের পেয়ে সন্দেহভাজন পাঁচজনকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।”

এ সময় তাদের কাছ থেকে মান্নানের ৫৯ হাজার ৫০০ টাকা এবং একটি মোবাইল ফোন উদ্ধার করে পুলিশে হস্তান্তর করা হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অচেতন মান্নান এবং পিটুনিতে আহত পাঁচজনকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠায়।

এসআই রাজীব বৃহস্পতিবার সকাল সোয়া ১০টার দিকে বলেন, “অজ্ঞানপার্টির পাঁচজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানায় আনা হয়েছে। কিন্তু শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের খপ্পরে পড়া মান্নানের এখনও জ্ঞান ফেরেনি।”