
রাজধানীতে ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগের অভিযানে একদিনে ১ হাজার ৪২২টি মামলা দায়ের করা হয়েছে। একই সময়ে ২৩৯টি গাড়ি ডাম্পিং করা হয়েছে এবং ৮৫টি গাড়ি রেকার করা হয়েছে।
গতকাল বুধবার (২২ অক্টোবর) দিনব্যাপী চালানো এই অভিযানে ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখতে কঠোর অবস্থান নেয় ডিএমপি।
ডিএমপি ট্রাফিক বিভাগ জানিয়েছে, ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা নিশ্চিত করতে এই ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে।
Comments