রাজধানীর যাত্রাবাড়ী থানার সায়েদাবাদ এলাকার একটি নির্মাণাধীন ভবনের নিচতলা থেকে হাত-পা বাঁধা বস্তাবন্দী অবস্থায় এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান জানান, রাতে খবর পেয়ে সায়েদাবাদ ভিখার গলির ফারুকের নির্মাণাধীন ভবনের নিচতলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। লাশ পচে যাওয়ায় পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি, এমনকি সিআইডির ফরেনসিক টিমও ফিঙ্গারপ্রিন্ট নিতে পারেনি।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই যুবককে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানিয়েছেন ওসি।




Comments