Image description

মার্কিন টেলিভিশন তারকা কিম কার্দাশিয়ানের শারীরিক অবস্থা খুব একটা ভালো নয়। মাথাব্যথায় তিনি একেবারে নাজেহাল। ওষুধেও কাজ হচ্ছে না। মডেল-অভিনেত্রী ‘ব্রেন অ্যানিউরিজম’ রোগ আক্রান্ত। অনুরাগীদের নিজেই জানিয়েছেন সেই কথা। সম্প্রতি ধরা পড়েছে এ রোগ।

জনপ্রিয় টেলিভিশন শো দ্য কার্দাশিয়ানসের সপ্তম এপিসোডের টিজারে প্রকাশ্যে এসেছে এই খবর। টিজারে কিমকে বলতে শোনা যাচ্ছে, ‘একটা ছোট্ট অ্যানিউরিজম হয়েছে।’ এমন কী কিমের ব্রেন স্ক্যানের ঝলকও রয়েছে টিজারে। শোয়ের প্রথম পর্বে কিম স্বীকার করেন, কেনি ওয়েস্টের সঙ্গে সম্পর্ক তার স্বাস্থ্যের ওপর গভীর প্রভাব ফেলেছিল।

তিনি বলেন, ‘সম্পর্কে থাকাকালীন তিনি যেন স্টকহোম সিনড্রোমে ভুগছিলেন। সেই সময় সিরোসিসের সমস্যাও বারবার বেড়ে যেত।’

চিকিৎসকদের মতে, টিজারে দেখানো তথ্য অনুযায়ী কিমের নিয়মিত এমআরআই পরীক্ষার সময়ই অ্যানিউরিজমটি ধরা পড়ে। কিম বিশ্বাস করেন যে বহু বছরের মানসিক চাপ এবং বিয়ে বিচ্ছেদের ধকল এ সমস্যাকে আরও বাড়িয়ে তুলেছে। ব্রেন অ্যানিউরিজমের সাধারণত কোনো উপসর্গ থাকে না। এটি মূলত ধমনির দেয়ালে একটি ফুলে ওঠা অংশ।

ব্রিগহ্যাম অ্যান্ড উইমেন’স হসপিটালের তথ্য অনুযায়ী, প্রতি ৫০ জনের মধ্যে একজনের এমন অবস্থা থাকতে পারে। কিমের ক্ষেত্রেও এটি নজরদারিতে রাখা ও চিকিৎসা ছাড়াই নিয়ন্ত্রণে রাখা সম্ভব হতে পারে, তবে সেটি নির্ভর করবে অ্যানিউরিজমের আকার ও অবস্থানের ওপর।