মানসিক স্বাস্থ্যসেবায় পিছিয়ে বাংলাদেশ
দুর্যোগ ও জরুরি সেবায় মানসিক স্বাস্থ্য অন্তর্ভুক্তির তাগিদ বিশেষজ্ঞদের
বাংলাদেশে দুর্যোগ ও জরুরি পরিস্থিতিতে মানসিক স্বাস্থ্যসেবাকে অগ্রাধিকার দেওয়ার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। শনিবার রাজধানীতে সাজেদা ফাউন্ডেশন আয়োজিত “সংকট থেকে সেবা: মানসিক স্বাস্থ্য নিয়ে সংলাপ ও পদক্ষেপ” শীর্ষক অনুষ্ঠানে তারা জানান, দেশের ১৭ কোটি জনসংখ্যার মধ্যে ২ কোটি ৮০ লাখ মানুষ মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগলেও এ খাতে পর্যাপ্ত গুরুত্ব দেওয়া হয় না।
বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৫ উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষজ্ঞরা জানান, দেশে মাত্র ১,৫২৫ জন মানসিক স্বাস্থ্যসেবা কর্মী রয়েছেন, যার মধ্যে ২৬০ জন মনোরোগ বিশেষজ্ঞ ও ৫৬৫ জন মনোবিজ্ঞানী। স্বাস্থ্য বাজেটের মাত্র ০.৫% এই খাতে বরাদ্দ হয়, যার বেশিরভাগ প্রাতিষ্ঠানিক ব্যয়ে ব্যবহৃত হয়।
সাজেদা ফাউন্ডেশনের প্রধান নির্বাহী জাহিদা ফিজ্জা কবির বলেন, “মানসিক স্বাস্থ্যসেবাকে দুর্যোগ মোকাবিলা ব্যবস্থার অংশ করতে হবে। একটি নিয়ন্ত্রক সংস্থা ও অভিন্ন এসওপি প্রণয়ন জরুরি।” স্বাস্থ্যসেবা অধিদপ্তরের প্রোগ্রাম ম্যানেজার ডা. এসএম মুস্তাফিজুর রহমান বাজেট বৃদ্ধি, বহুপক্ষীয় সহযোগিতা ও সেবার বিকেন্দ্রীকরণের ওপর জোর দেন।
অনুষ্ঠানে বিশেষজ্ঞ, নীতিনির্ধারক ও উন্নয়ন খাতের প্রতিনিধিরা মানসিক স্বাস্থ্যসেবার প্রবেশাধিকার, ন্যায্যতা ও মনোসামাজিক সহায়তার গুরুত্ব তুলে ধরেন। শিল্প-প্রদর্শনী ও যন্ত্রসঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপনী হয়, যা সংকট-পরবর্তী মানসিক স্বাস্থ্যসেবায় সাজেদা ফাউন্ডেশনের প্রতিশ্রুতি প্রকাশ করে।




Comments