Image description

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা বালান এবার দক্ষিণী বিনোদন জগতে নাম লেখাতে চলেছেন। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের সঙ্গে নাকি একই ফ্রেমে দেখা যাবে এই অভিনেত্রীকে। কোন ছবিতে ঘটতে চলেছে এই অভিষেক?

প্রতিবেদনে আরও বলা হয়, তামিল ছবি 'জেলার ২'-এ একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে চলেছেন বিদ্যা বালান। এই ছবিতে তিনি বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তীর বড় মেয়ের ভূমিকায় অভিনয় করবেন। ছবিটিতে মিঠুন চক্রবর্তীকে দেখা যাবে খল চরিত্রে। 

নেলসন দিলীপকুমারের পরিচালনায় এই ছবিতে প্রধান চরিত্রে রয়েছেন সুপারস্টার রজনীকান্ত। তবে রজনীকান্তের বিপরীতে বিদ্যাকে দেখা যাবে কিনা, সেই বিষয়টি এখনও স্পষ্ট নয়। বর্তমানে চেন্নাইয়ে পুরোদমে চলছে ছবির শুটিং। এরপর ছবির পরবর্তী অংশের শুটিং হবে মনোরম গোয়াতেও। ২০২৬ সালের জানুয়ারি মাসে শুরু হবে পোস্ট প্রোডাকশনের কাজ।

কেরালার মেয়ে হলেও বিদ্যা বালান মূলত পরিচিত বলিউড অভিনেত্রী হিসেবে। টলিউডের একাধিক ছবিতেও তার অভিনয় প্রশংসিত হয়েছে। বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি তার রয়েছে অগাধ ভালোবাসা।