Image description

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণাকে কেন্দ্র করে নির্বাচন ভবনের নিরাপত্তা জোরদার করা হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ব্যবস্থা নেওয়া হয়েছে, যদিও আগের দিনও কিছুটা বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছিল।

সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশ্যে এক ভাষণে নির্বাচনের তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন।

সরেজমিনে দেখা গেছে, তফসিল ঘোষণাকে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে নির্বাচন ভবনের প্রধান ফটক ও আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বসানো হয়েছে ব্যারিকেড। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের টহল দিতে দেখা গেছে। এছাড়া ভবন এলাকায় সাধারণের প্রবেশ ও চলাচল সীমিত করা হয়েছে। সন্দেহভাজন কাউকে দেখলেই তল্লাশি করা হচ্ছে।