ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে তেজগাঁও কলেজের শিক্ষার্থী সাকিবুল হাসান নিহতের প্রতিবাদে রাজধানীর ফার্মগেটে সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তারা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এতে ওই সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এবং আশেপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।
জানা গেছে, গতকাল বুধবার ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষের মাঝে পড়ে সাকিবুল হাসান নামে এইচএসসির এক শিক্ষার্থী নিহত হন। সহপাঠী হত্যার বিচার ও সন্ত্রাসীদের শাস্তির দাবিতেই আজ শিক্ষার্থীরা রাস্তায় নেমেছেন।




Comments