মহান বিজয় দিবস উপলক্ষে প্যারাজাম্প কর্মসূচির কারণে সাময়িক বিরতির পর মেট্রোরেল চলাচল আবারও স্বাভাবিক হয়েছে। নিরাপত্তার স্বার্থে প্রায় ৪০ মিনিট বন্ধ থাকার পর বর্তমানে নির্ধারিত সময়সূচি অনুযায়ী ট্রেন চলাচল করছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) উপ-প্রকল্প পরিচালক (গণসংযোগ) মো. আহসান উল্লাহ শরীফি বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাজধানীর তেজগাঁও পুরাতন বিমানবন্দর এলাকায় মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত প্যারাজাম্পে অংশ নেওয়া প্যারাট্রুপারদের নিরাপত্তার কথা বিবেচনা করে বেলা ১১টা ৫০ মিনিট থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত মেট্রোরেল চলাচল বন্ধ রাখা হয়েছিল। ৪০ মিনিটের এই বিরতি শেষে দুপুর ১২টা ৩০ মিনিটের পর থেকে পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়।
আজকের সময়সূচি সম্পর্কে তিনি বলেন, ‘আজ সরকারি ছুটির দিন হওয়ায় শনিবারের নির্ধারিত সময়সূচি অনুযায়ী মেট্রোরেল চলছে। সে অনুযায়ী উত্তরা উত্তর স্টেশন থেকে দিনের প্রথম ট্রেন ছেড়েছে সকাল ৬টা ৩০ মিনিটে এবং সর্বশেষ ট্রেন ছাড়বে রাত ৯টা ৩০ মিনিটে। অন্যদিকে, মতিঝিল স্টেশন থেকে প্রথম ট্রেন ছেড়েছে সকাল ৭টা ১৫ মিনিটে এবং সর্বশেষ ট্রেন ছাড়বে রাত ১০টা ১০ মিনিটে।’




Comments