Image description

হযরত শাহজালাল বিমানবন্দর থেকে বের হয়ে একটি লাল সবুজের বাসে করে জুলাই ৩৬ এক্সপ্রেসওয়েতে গণসংবর্ধনাস্থলের দিকে যাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।  বৃহস্পতিবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর দলীয় ও পরিবারের মানুষদের সঙ্গে সাক্ষাৎ ও ভ্রমণের আনুষ্ঠানিকতা সেরে তিনি গণসংবর্ধনাস্থলের দিকে যাচ্ছেন। সঙ্গে রয়েছে তার সফরসঙ্গী ও সিনিয়র নেতৃবৃন্দের টিম মেম্বাররা।

তার পুরো বহরটিতে নিরাপত্তার চাদরে ঢেকে রাখার চেষ্টা করছে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী। তার সঙ্গে ছুটছেন দীর্ঘ অপেক্ষায় থাকা নেতাকর্মীরা। এসময় নেতাকর্মীদের হাত নেড়ে সাড়া দেন তারেক রহমান।