Image description

ঢাকা মহানগরীতে ট্রাফিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে কঠোর অবস্থান নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এর অংশ হিসেবে শনিবার (২৭ ডিসেম্বর) দিনভর রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ১ হাজার ৩৭১টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। 

রবিবার (২৮ ডিসেম্বর) ডিএমপি মিডিয়া বিভাগ থেকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। অভিযানে মামলার পাশাপাশি ২৮১টি গাড়ি ডাম্পিং এবং ৮২টি গাড়ি রেকার করা হয়েছে। 

ডিএমপির ট্রাফিক সূত্র অনুযায়ী, ট্রাফিক-মতিঝিল বিভাগে ৩১টি বাস, ১৫টি কাভার্ডভ্যান, ৫৬টি সিএনজি ও ১২৪টি মোটরসাইকেলসহ মোট ২৬২টি মামলা হয়েছে। 

ট্রাফিক-ওয়ারী বিভাগে ১৫টি বাস, ৬টি ট্রাক, ৯টি কাভার্ডভ্যান, ১৪টি সিএনজি ও ২৩টি মোটরসাইকেলসহ মোট ১০৬টি মামলা হয়েছে। 

ট্রাফিক-তেজগাঁও বিভাগে ৮টি বাস, ৩টি ট্রাক, ৭টি কাভার্ডভ্যান, ৪২টি সিএনজি ও ৬৯টি মোটরসাইকেলসহ মোট ১৫৬টি মামলা হয়েছে। 

ট্রাফিক-মিরপুর বিভাগে মামলা হয়েছে ১৪টি বাস, ৩টি ট্রাক, ১০টি কাভার্ডভ্যান, ১৫টি সিএনজি ও ১১০টি মোটরসাইকেলসহ মোট ১৭৭টি। 

অন্যদিকে, ট্রাফিক-গুলশান বিভাগে ২৩টি বাস, ২টি ট্রাক, ১২টি কাভার্ডভ্যান, ৩০টি সিএনজি ও ১৫৮টি মোটরসাইকেলসহ মোট ৩০৯টি মামলা হয়েছে। 

ট্রাফিক-উত্তরা বিভাগে মামলা হয়েছে ৩৮টি বাস, ৩টি ট্রাক, ১০টি কাভার্ডভ্যান, ৩২টি সিএনজি ও ৭৭টি মোটরসাইকেলসহ মোট ২০৫টি। 

ট্রাফিক-রমনা বিভাগে ৪টি বাস, ১টি কাভার্ডভ্যান, ৬টি সিএনজি ও ১৩টি মোটরসাইকেলসহ মোট ৪০টি মামলা হয়েছে। 

ট্রাফিক-লালবাগ বিভাগে মামলা হয়েছে ১১৬টি; এর মধ্যে ৪টি বাস, ১টি ট্রাক, ১টি কাভার্ডভ্যান, ১৫টি সিএনজি ও ৭৬টি। এছাড়া অভিযানকালে মোট ২৮১টি গাড়ি ডাম্পিং ও ৮২টি গাড়ি রেকার করা হয়েছে। 

ডিএমপি জানিয়েছে, ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে। কোনও অবস্থাতেই ট্রাফিক আইন শিথিল করা হবে না।