ঢাকা মহানগরীতে ট্রাফিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে কঠোর অবস্থান নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এর অংশ হিসেবে শনিবার (২৭ ডিসেম্বর) দিনভর রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ১ হাজার ৩৭১টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।
রবিবার (২৮ ডিসেম্বর) ডিএমপি মিডিয়া বিভাগ থেকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। অভিযানে মামলার পাশাপাশি ২৮১টি গাড়ি ডাম্পিং এবং ৮২টি গাড়ি রেকার করা হয়েছে।
ডিএমপির ট্রাফিক সূত্র অনুযায়ী, ট্রাফিক-মতিঝিল বিভাগে ৩১টি বাস, ১৫টি কাভার্ডভ্যান, ৫৬টি সিএনজি ও ১২৪টি মোটরসাইকেলসহ মোট ২৬২টি মামলা হয়েছে।
ট্রাফিক-ওয়ারী বিভাগে ১৫টি বাস, ৬টি ট্রাক, ৯টি কাভার্ডভ্যান, ১৪টি সিএনজি ও ২৩টি মোটরসাইকেলসহ মোট ১০৬টি মামলা হয়েছে।
ট্রাফিক-তেজগাঁও বিভাগে ৮টি বাস, ৩টি ট্রাক, ৭টি কাভার্ডভ্যান, ৪২টি সিএনজি ও ৬৯টি মোটরসাইকেলসহ মোট ১৫৬টি মামলা হয়েছে।
ট্রাফিক-মিরপুর বিভাগে মামলা হয়েছে ১৪টি বাস, ৩টি ট্রাক, ১০টি কাভার্ডভ্যান, ১৫টি সিএনজি ও ১১০টি মোটরসাইকেলসহ মোট ১৭৭টি।
অন্যদিকে, ট্রাফিক-গুলশান বিভাগে ২৩টি বাস, ২টি ট্রাক, ১২টি কাভার্ডভ্যান, ৩০টি সিএনজি ও ১৫৮টি মোটরসাইকেলসহ মোট ৩০৯টি মামলা হয়েছে।
ট্রাফিক-উত্তরা বিভাগে মামলা হয়েছে ৩৮টি বাস, ৩টি ট্রাক, ১০টি কাভার্ডভ্যান, ৩২টি সিএনজি ও ৭৭টি মোটরসাইকেলসহ মোট ২০৫টি।
ট্রাফিক-রমনা বিভাগে ৪টি বাস, ১টি কাভার্ডভ্যান, ৬টি সিএনজি ও ১৩টি মোটরসাইকেলসহ মোট ৪০টি মামলা হয়েছে।
ট্রাফিক-লালবাগ বিভাগে মামলা হয়েছে ১১৬টি; এর মধ্যে ৪টি বাস, ১টি ট্রাক, ১টি কাভার্ডভ্যান, ১৫টি সিএনজি ও ৭৬টি। এছাড়া অভিযানকালে মোট ২৮১টি গাড়ি ডাম্পিং ও ৮২টি গাড়ি রেকার করা হয়েছে।
ডিএমপি জানিয়েছে, ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে। কোনও অবস্থাতেই ট্রাফিক আইন শিথিল করা হবে না।




Comments