বিশ্বজুড়ে বায়ুদূষণ পরিস্থিতির ক্রমাবনতি ঘটছে। মেগাসিটি ঢাকা দীর্ঘদিন ধরে দূষণের কবলে থাকলেও আজ রবিবার (৪ জানুয়ারি) বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে উঠে এসেছে ভারতের কলকাতা। একই তালিকায় বাংলাদেশের রাজধানী ঢাকার অবস্থান ষষ্ঠ।
সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ার রবিবার সকাল ৯টা ১৬ মিনিটে বিশ্বজুড়ে বায়ুদূষণের এই তালিকা প্রকাশ করেছে।
আইকিউএয়ার-এর সূচক অনুযায়ী, ২৭৯ স্কোর নিয়ে তালিকার শীর্ষে থাকা কলকাতার বায়ুমান ‘খুব অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে আফগানিস্তানের কাবুল (স্কোর ২৪১) এবং তৃতীয় অবস্থানে রয়েছে ভারতের রাজধানী দিল্লি (স্কোর ২২২)। এই দুই শহরের বায়ুও ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
এছাড়া ১৭৮ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে বসনিয়া ও হার্জেগোভিনার সারায়েভো এবং পঞ্চম অবস্থানে রয়েছে ভিয়েতনামের হ্যানয়। ১৭৬ স্কোর নিয়ে ষষ্ঠ অবস্থানে থাকা ঢাকার বায়ুমান আজ ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।
একিউআই স্কোর ০ থেকে ৫০ হলে বাতাস ‘ভালো’, ৫১ থেকে ১০০ হলে ‘মাঝারি’ এবং ১০১ থেকে ১৫০ হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ এবং ২০১ থেকে ৩০০ হলে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। অন্যদিকে, ৩০১-এর বেশি স্কোর ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে গণ্য করা হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
বিশেষজ্ঞদের মতে, বায়ুমান ‘খুব অস্বাস্থ্যকর’ পর্যায়ে থাকলে শিশু, প্রবীণ ও অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে অবস্থান করা উচিত। সাধারণ নাগরিকদেরও বাইরের কার্যক্রম সীমিত রাখার পরামর্শ দেওয়া হয়ে থাকে।




Comments