Image description

শহীদ ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত করা এবং ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিলসহ ৪ দফা দাবিতে রাজধানীজুড়ে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি শুরু করেছে ইনকিলাব মঞ্চ। মঙ্গলবার (৬ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় শাহবাগের ‘হাদী চত্বর’ থেকে ১০টি পিক-আপের এক বিশাল বহর নিয়ে এই পথযাত্রা শুরু হয়।

কর্মসূচি চলাকালীন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের মুখে বিভিন্ন প্রতিবাদী স্লোগান শোনা যায়। তারা ‘হাদির ভাইয়ের রক্ত বৃথা যেতে দেবো না’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’—এমন সব স্লোগানে রাজপথ মুখরিত করে তোলেন।

ইনকিলাব মঞ্চের ঘোষিত ৪ দফা দাবিগুলো হলো:
১. শহীদ ওসমান হাদির খুনি, পরিকল্পনাকারী ও সহায়তাকারীদের আগামী ২৪ দিনের মধ্যে বিচার সম্পন্ন করতে হবে।
২. বাংলাদেশে অবস্থানরত সকল ভারতীয় নাগরিকের ওয়ার্ক পারমিট বাতিল করতে হবে।
৩. ভারতে আশ্রয় নেওয়া খুনিদের ফিরিয়ে দিতে অস্বীকৃতি জানালে দেশটির বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করতে হবে।
৪. বেসামরিক ও সামরিক গোয়েন্দা সংস্থায় লুকিয়ে থাকা ফ্যাসিবাদী দোসরদের চিহ্নিত করে গ্রেফতার ও বিচার করতে হবে।

শাহবাগ থেকে শুরু হওয়া এই ‘মার্চ ফর ইনসাফ’ সায়েন্সল্যাব, সিটি কলেজ, মোহাম্মদপুর তিন রাস্তার মোড়, রায়েরবাজার বধ্যভূমি, মিরপুর-১০, উত্তরা, বসুন্ধরা, বাড্ডা, রামপুরা এবং যাত্রাবাড়ী হয়ে সন্ধ্যায় পুনরায় শাহবাগ হাদি চত্বরে এসে শেষ হওয়ার কথা রয়েছে।

সংশ্লিষ্টরা জানান, এই কর্মসূচির মাধ্যমে তারা জনমত গঠন এবং সরকারের ওপর দাবি আদায়ের চাপ সৃষ্টি করতে চান। সন্ধ্যায় সমাপনী সমাবেশের মাধ্যমে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হতে পারে।

মানবকণ্ঠ/আরআই