রাজধানীর পান্থপথ এলাকায় ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুর রহমান মুসাব্বিরসহ দুইজন গুলিবিদ্ধ হয়েছেন। বুধবার (৭ জানুয়ারি) রাতে বসুন্ধরা সিটির পেছনে স্টার হোটেলের সামনে এই হামলার ঘটনা ঘটে।
জানা গেছে, অজ্ঞাতনামা একদল দুর্বৃত্ত মুসাব্বিরকে লক্ষ্য করে ৫টি গুলি ছোড়ে। এতে একটি গুলি তার পেটে বিদ্ধ হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
হামলার সময় মুসাব্বিরের সাথে থাকা আরও একজন গুলিবিদ্ধ হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। জনাকীর্ণ এলাকায় এমন দুঃসাহসিক গুলির ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি তদন্ত করে দেখছে।
মানবকণ্ঠ/আরআই




Comments