Image description

নীলফামারীর ডোমারে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোঃ সেলিম(৪৪) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। সোমবার বিকাল ৫ টায় ডোমার-দেবীগঞ্জ সড়কের পোষ্ট অফিস সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। এ সময় আহত হয় তার শিশু সন্তান শাহরিয়ার(০৯)। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায় ফায়ার সার্ভিসের কর্মীরা।

নিহত সেলিম বোড়াগাড়ী ইউনিয়নের কাকতলী এলাকার মৃতঃ সলেমান আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, মোটরসাইকেল যোগে ছেলে শাহরিয়ারকে নিয়ে বাড়ি ফিরছিলেন সেলিম। এ সময় দ্রুতগতির একটি ট্রাক তার মোটরসাইকেলে ধাক্কা দিলে বাবা ও ছেলে ছিটকে পড়ে যান। এ সময় চলন্ত ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন সেলিম। স্থানীয়রা এ সময় ট্রাকটিকে আটক করলেও পালিয়ে যান ট্রাকের চালক। পুলিশ মরদেহ থানায় নিয়ে আসতে চাইলে স্থানীয়রা মরদেহটি নিহতের বাড়িতে নিয়ে যান।

থানার অফিসার ইনচার্জ মোঃ আরিফুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

মানবকণ্ঠ/এসআর