Image description

মৌলভীবাজারের বড়লেখায় ধর্ষণের অভিযোগে রাজেন রায় (২৪) নামে এক যুবককে আটক করেছে বড়লেখা থানা পুলিশ। শুক্রবার (১৪ মার্চ) বিকালে বড়লেখার নিউ সমনবাগ চা বাগানে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

বড়লেখা থানার ওসি আবুল কাশেম সরকার বলেন, বৃহস্পতিবার (১৩ মার্চ) নিউ সমনবাগ চা বাগানের এক তরুণীকে (২১) ধর্ষণ করা হয়েছে বলে একটি সংবাদ পাই। তার ভিত্তিতে আজ অভিযুক্ত রাজেন রায়কে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মৌলভীবাজারের  পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন জানান, নারীদের প্রতি যেকোনও যৌন হয়রানি বা সহিংসতার বিরুদ্ধে মৌলভীবাজার জেলা পুলিশ জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। নারী ও শিশু নির্যাতনকারীদের কোনও ছাড় দেয়া হবে না।