Image description

হবিগঞ্জে নাহিদুল ইসলাম (৮) নামে অপহৃত এক শিশুকে উদ্ধার করেছে সেনাবাহিনী। শনিবার (১৫ মার্চ) রাতে জেলার বানিয়াচং উপজেলা সদর থেকে তাকে উদ্ধার করা হয়। এসময় অপহরণের ঘটনার সাথে জড়িত তিন অপহরণকারীকেও গ্রেফতার করে সেনাবাহিনী৷

গ্রেফতারকৃতরা হলো, বানিয়াচং সদরের মোহাম্মদ লাদেন, মোহাম্মদ শাহ আলম ও মোহাম্মদ শাহ নূর। অপহৃত শিশু নাহিদুল ইসলাম হবিগঞ্জ শহরের নাতিরাবাদ এলাকার মোহাম্মদ লিটনের ছেলে।

সেনাবাহিনীর হবিগঞ্জ জেলা কমান্ডার লেফট্যানেন্ট কর্নেল মাহি আহমেদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান- শনিবার দুপুরে শিশু নাহিদুল ইসলামকে অপহরণ করে কতিপয় দুর্বৃত্ত। তারা মুক্তিপণ বাবদ শিশুটির বাবার কাছে দাবি করে। বিকেলে এ ঘটনায় শিশুটির মা-বাবা সেনাক্যাম্পে অভিযোগ করেন।

পরে সেনাবাহিনী গোয়েন্দা তৎপরতা চালিয়ে শিশুটির অবস্থান নিশ্চিত হয়। রাত পৌনে ৯টায় সেনাবাহিনীর একটি দল অভিযান চালিয়ে বানিয়াচং থেকে শিশুটিকে উদ্ধার করে। এসময় অপহরণকারী তিনজনকে গ্রেফতার করা হয়। শিশুটিকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

গ্রেফতারকৃত তিন অপহরণকারীকে হবিগঞ্জ সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।