Image description

ডিজিটাল বিলবোর্ডে হঠাৎ ভেসে উঠলো, ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’। বুধবার রাত ২টার দিকে সিলেট নগরীর সোবহানীঘাটের ইবনে সিনা হাসপাতালের ওপর নির্মিত ওভারব্রিজের ডিজিটাল বিলবোর্ডে এ লেখাটি ভেসে ওঠে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তুমুল সমালোচনা শুরু হলে কর্তৃপক্ষ ডিজিটাল বিলবোর্ডটি বন্ধ করে দেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, নগরের সুবহানীঘাট পয়েন্ট থেকে ধোপাদিঘীর পাড়গামী সড়কে ইবনে সিনা হাসপাতালের দুটি ভবন সংযোগকারী ওভারব্রিজের ডিজিটাল বিলবোর্ডে হঠাৎ ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ লেখা দেখা যায়। পথচারী ও স্থানীয় ব্যবসায়ীরা তা লক্ষ্য করেন। বেশ কয়েক মিনিট এই লেখাটি ভেসে উঠলে উৎসুক জনতা ছবি ও ভিডিও ধারণ করেন। পরে হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি জানলে বিলবোর্ডটির সঞ্চালন লাইন বন্ধ করে দেয়।

সিলেট ইবনে সিনার কাস্টমার কেয়ার ব্যবস্থাপক খন্দকার ইকবাল বলেন, কীভাবে এটা হয়েছে, তা আমার জানা নেই। বিষয়টি খোঁজ নেওয়া হবে।

মানবকণ্ঠ/আরআই