Image description

যশোরের শীর্ষ সন্ত্রাসী ভাইপো রাকিবকে গ্রেফতার করেছেন জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা।  মঙ্গলবার (২০ মার্চ) রাত ৯টার  দিকে শহরের বেজপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রাকিবের বিরুদ্ধে ৪টি খুন, ৭টি অস্ত্র, ৪টি বিস্ফোরক ও ২টি চাঁদাবাজিসহ মোট ২৩টি মামলা রয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, আসন্ন ঈদ ও রমজান মাসকে কেন্দ্র করে জেলা পুলিশের বিশেষ অভিযানের অংশ হিসেবে ডিবির একটি দল কোতোয়ালি মডেল থানা এলাকায় অভিযান চালায়। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে বেজপাড়া এলাকা থেকে রাকিবকে গ্রেফতার করা হয়। রাকিব দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল। তার বিরুদ্ধে একাধিক হত্যা, অস্ত্র ও বিস্ফোরক মামলা রয়েছে। 

যশোর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই আবু হাসান জানান, 'ভাইপো রাকিব' একজন চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে থানায় মোট ২৩ টি মামলা রয়েছে। এর মধ্যে ৪টি হত্যা মামলাও রয়েছে।

গ্রেফতারকৃত রাকিব যশোর কোতোয়ালি থানার শংকরপুর গ্রামের কাজী তৌহিদুল ইসলামের ছেলে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।