Image description

সিলেটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ইফতার মাহফিলে নেতাকর্মীদের মধ্যে দুই দফা হট্টগোল ও হাতাহাতির ঘটনা ঘটেছে। ইফতারের পরে দুই পক্ষের মধ্যে ধাওয়া পালটা ধাওয়া হয়। এমন পরিস্থিতিতে উপস্থিত সাংবাদিকেরা ভিডিও করতে গেলে অসদাচরণ এবং ক্যামেরা কেড়ে নেওয়ার চেষ্টা করেন দলটির কিছু নেতা-কর্মী। উদ্ভূত পরিস্থিতিতে ইফতার অনুষ্ঠান বর্জন করেন সাংবাদিকদের একাংশ।

শনিবার সন্ধ্যায় নগরীর আমানউল্লাহ কনভেনশন সেন্টারে এ ঘটনা ঘটে। এতে শান্ত নামের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইফতারের ঠিক ৭-৮ মিনিট আগে মঞ্চে বক্তব্য দিচ্ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা। এ সময় মঞ্চে বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে নেতা-কর্মীরা হাতাহাতিতে জড়ান। তখন ভিডিও চিত্র ধারণকালে কয়েকটি মিডিয়ার ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। সাংবাদিকেরা তাৎক্ষণিক প্রতিবাদ জানালে এনসিপির একাংশ তেড়ে আসে।

পরে সাংবাদিক নেতাদের হস্তক্ষেপে নেতা-কর্মীরা সরে গেলেও ইফতারে অংশগ্রহণ না করেই সাংবাদিকদের বড় একটি অংশ কনভেনশন সেন্টার থেকে বেরিয়ে আসে। তখন এনসিপির একটি পক্ষ ইফতার না করে বেরিয়ে বাইরে গিয়ে বিক্ষোভ করে দলের নেতা-কর্মীদের প্রতি ক্ষোভ প্রকাশ করেন। পরে ইফতার শেষে এনসিপির নেতা-কর্মীরা আবারও মারামারিতে জড়িয়ে পড়ে।

এদিকে, ইফতার মাহফিলে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাসিরউদ্দীন পাটোয়ারী বলেন, ‘হাসনাত আব্দুল্লাহ রাষ্ট্রের বিভিন্ন কমিটির সাথে যেসকল মিটিং করেছেন তা সোশ্যাল মিডিয়ায় আসা উচিত হয়নি। এটা শিষ্টাচার বর্জিত একটি স্ট্যাটাস হয়েছে। আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে যারাই বিরোধিতা করবে তাদের সাথে এনসিপির যুদ্ধ অব্যাহত থাকবে।’

নাসির উদ্দিন পাটোয়ারী আরও বলেন, ‘আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে এখনো সময়সীমা বেধে দেওয়া হয়নি, আন্দোলনের মাধ্যমে পরবর্তীতে টাইমফ্রেম দেওয়া হবে।’

মানবকণ্ঠ/আরআই