
বরগুনার তালতলী উপজেলা প্রেসক্লাবের সভাপতি হিসেবে দৈনিক মানবকণ্ঠ পত্রিকার প্রতিনিধি এম. শাহাদৎ হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে দৈনিক দৈনিক কালবেলার প্রতিনিধি নাঈম ইসলাম নির্বাচিত হয়েছেন।
রোববার (২৩ মার্চ) দুপুরে সদস্যদের মতামতের ভিত্তিতে সর্বসম্মতিক্রমে তাদের নির্বাচিত করা হয়।
জানা গেছে, তালতলী উপজেলায় কর্মরত বিভিন্ন পত্রিকার একঝাঁক তরুণ উদ্যমী সাংবাদিকের সমন্বয়ে ৯ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। নতুন কমিটির সহ-সভাপতি সাহীন সাইরাজ, যুগ্ম সাধারণ সম্পাদক, মিরাজ হোসেন অন্তর, দপ্তর ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক বশির উদ্দিন, অর্থ সম্পাদক জাকারিয়া হোসেন, কার্যনির্বাহী সদস্য জসিম উদ্দিন শিকদার, কাজী হোসেন আলী, আব্দুল গনি।
Comments