
চট্টগ্রামের বাঁশখালীর সরল ইউনিয়নে লবণের মাঠ নিয়ে পূর্ব বিরোধের জের ধরে হামলায় ৯ জন গুলিবিদ্ধসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। আজ মঙ্গলবার বিকেলে উপজেলার উপকূলীয় সরল ইউনিয়নের উত্তর সরল নতুন বাজার এলাকায় এই হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটে।
গুলিবিদ্ধরা হলেন-মোহাম্মদ ফোরকান, মোহাম্মদ মাহিম, আজিজুর রহমান, নুর হোসেন, মোহাম্মদ দেলোয়ার, শাহজাহান, মোহাম্মদ রুবেল, জমির উদ্দীন ও আবদুল করিম। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার দুপুরে উত্তর সরল এলাকার জাফর আহমদের ছেলে দেলোয়ার হোসেন লবণ মাঠ থেকে ফেরার পথে নতুন বাজার এলাকায় পৌঁছালে প্রতিপক্ষ আমান উল্লাহ ও আবদুল্লাহ কবির লিটন আহমেদের লোকজন তাকে মারধর করে। এই খবর ছড়িয়ে পড়লে দেলোয়ারের পক্ষের লোকজন তাকে উদ্ধারে এগিয়ে এলে তাদের ওপরও হামলা হয়। এসময় দেলোয়ারের লোকজন প্রতিরোধের চেষ্টা করলে তাদের ওপর গুলিবর্ষণ করা হয় বলে জানান আহতরা।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, ‘বাঁশখালীর সরলে দীর্ঘদিন ধরে দুটি পক্ষের মাঝে লবণের মাঠ নিয়ে বিরোধ চলে আসছে। খবর পেয়ে ঘটনাস্থল পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। বর্তমানে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে।
Comments