বিসিএস প্রশ্ন ফাঁসের অভিযোগে পার্বতীপুরে যুবক গ্রেফতার

বিসিএস পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে দিনাজপুরের পার্বতীপুরে মহিবুল ইসলাম (২৩) নামে এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় পার্বতীপুর রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাকে আটক করা হয়। সে পার্বতীপুর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের উত্তর আটরাই গ্রামের হাদী উজ্জামানের ছেলে।
জানা গেছে, শুক্রবার অনুষ্ঠিতব্য বিসিএস পরীক্ষার প্রশ্ন পত্র ফাঁস হয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ঘটনার ছায়া তদন্তে নামে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল। বিষয়টি বুঝতে পেরে গাঁ ঢাকা দেয় অভিযুক্ত যুবক মহিবুল।
পরে বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী আন্তঃনগর একতা এক্সপ্রেস ট্রেন যোগে পার্বতীপুরে বাড়ির উদ্দেশ্যে রওনা হন তিনি। তথ্য প্রযুক্তির সহযোগিতায় মহিবুলের ট্রেন যাত্রার বিষয়টি জানতে পেয়ে গোয়েন্দা পুলিশের সদস্যরা ট্রেনে থাকা রেল পুলিশের সহযোগিতায় তাকে শনাক্তের পর নিশ্চিত হয়।
এর পর দিনাজপুর জেলা গোয়েন্দা পুলিশের একটি দল বিরামপুর রেল স্টেশন থেকে ট্রেনে উঠে পার্বতীপুর জংশন রেল স্টেশনে তাকে নামিয়ে নেয়। মহিবুলের বাবা পেশায় একজন ফল ব্যবসায়ী। তিন ভাই ও দুই বোনের মধ্যে সে ৩ নম্বর। ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত ছিলেন সে।
দিনাজপুর জেলা গোয়েন্দা পুলিশ ( ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) রফিকুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, রাতেই আটক মহিবুলকে ডিএমপি ডিবি পুলিশের হাতে হস্তান্তর করা হয়েছে।
Comments