Image description

দিনাজপুরের খানসামা উপজেলার ৬নং গোয়ালডিহি ইউনিয়ন ভূমি অফিসে ভূমি উন্নয়ন কর প্রদানে ব্যাপক অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে। 

স্থানীয় করদাতা মজিবর রহমান জানান, ২০২৪-২৫ অর্থবছরে নিয়ম মেনে কর প্রদান করা হলেও, ২০২৫-২৬ অর্থবছরে অনলাইনে অনুমোদন নিতে গিয়ে হঠাৎ ১০ টাকার জায়গায় ৪০৪৬ টাকা দেখায় অনলাইনে। ভূমি অফিসের কর্মকর্তার কাছে জানতে চাইলে মজিবর রহমানকে বিভিন্ন হয়রানি ও হুমকি প্রদান করে। 

এ বিষয় মজিবর রহমান আরও বলেন এটি শুধু হয়রানি নয়, বরং প্রজাদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের কৌশল।

ভুক্তভোগীদের অভিযোগ, ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা আব্দুস সাদেক যোগদানের পর থেকেই নানাভাবে প্রজাদের হয়রানি করে আসছেন। অভিযোগ রয়েছে। করের অঙ্ক ইচ্ছামতো বাড়ানো, অনলাইনের তথ্য ও অফিস রেকর্ডে অসঙ্গতি রাখা, প্রজাদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের চেষ্টা করে ভূমি কর্মকর্তা। 

অভিযোগের বিষয়ে স্থানীয় এক সংবাদকর্মী ভূমি কর্মকর্তা আবদুস সাদেকের কাছে এ বিষয় জানতে চাইলে সংবাদকর্মীকে তথ্য না দিয়ে অকথ্য ভাষায়  গালাগালি করে হুমকি প্রদান করে । এতে স্থানীয় সাংবাদিক মহলেও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও ভারপ্রাপ্ত সহকারী কমিশনার (ভূমি) কামরুজ্জামান সরকার বলেন,ভূমি উন্নয়ন কর অনলাইনে প্রদানের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। লিখিত অভিযোগ পেলে আমি অবশ্যই ব্যবস্থা গ্রহণ করব। যদি কোনো কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম প্রমাণিত হয়, তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সাধারণ মানুষ যেন হয়রানির শিকার না হন, সেটি নিশ্চিত করতে কাজ চলছে।